গাংনীতে ছাত্রীকে জনসম্মুখে আক্রমন করার অভিযোগে কলেজ ছাত্রের ৪০ হাজার টাকা জরিমানা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে স্কুল ছাত্রীকে জনসম্মুখে আক্রমন করার অপরাধে সাইদুর রহমান ওরফে সাইদ (২০) নামের এক কলেজ ছাত্রকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। টাকা অনাদায়ে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সাইদুর রহমান কল্যাণপুর গ্রামের সাহাজুল ইসলামের ছেলে ও গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রধান শিক্ষক মো: আলম হুসাইন জানান, সকাল ১০ টার দিকে নবম শ্রেনীর ওই ছাত্রী স্কুলে আসার সময় সাইদুর রহমান সাইদ বাগানপাড়া এলাকায় তার পথ আটকিয়ে মারধর শুরু করে। স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে বিদ্যালয়ের কক্ষে আটকিয়ে রেখে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পকে খবর দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, অভিযুক্তের বয়স এবং ছাত্রত্বের বিষয়টি বিবেচনা করে ৪০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। পরে সাইদুর রহমানের পিতা সাহাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতে টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!