গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা। আহত ৩

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

বাড়ীর শরীকানা ০২ শতক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গাংনীতে উপজেলার পীরতলা ক্যাম্প পাড়া গ্রামে প্রতিপক্ষের সাথে সংঘর্ষে কমপক্ষে বৃদ্ধ বাবা ছেলে সহ ৩ জন রক্তাক্ত জখম হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে মঙ্গলবার সকাল ৮ টায় গাংনী উপজেলার পীরতলা গ্রামে সংঘষের্র ঘটনা ঘটে। আহতরা হলো, মৃত সাকের মন্ডলের ছেলে সাবদুল হক(৭৫) ও ছেলে সেন্টু (৪০) ও মুকুল (৩৫) আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বিবরণে আহত সাবদুলের স্ত্রী নিছারন জানান, উপজেলার পীরতলা ক্যাম্পপাড়া গ্রামে আজ মঙ্গলবার সকালে আমাদের বাড়ীর দখলীয় জমির সীমানায় বেড়া দিতে গেলে প্রতিপক্ষ আব্দুল ও সাবুর লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমির মালিক সাবদুল হক ও তার লোকজনের উপর বাড়ীতে হামলা ও রক্তাক্ত জখম করে। শরীফুল ও আব্দুলের নির্দেশে লোকজন অকথ্য ভাষায় গালি গালাজ দেয়। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে তপন, শরীফ, জুয়েল ও সোহেল দেশীয় অস্ত্র লাঠি সোঠা, শাবল ,রামদা, হাসুয়া, রড নিয়ে জমির প্রকৃত দখলদার সাবদুল হক(৫৫) কে শাবল দিয়ে মাথায় আঘাত করলে বৃদ্ধ সাবদুল মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন ঠেকাতে গেলে ছেলে সেন্টু ও মুকুলকেও মারপিট করে।  অন্যদিকে আব্দুল হক জানান, আমরা পৈত্রিক সম্পত্তি থেকে ০২ শতক জমির অংশীদার। আমাদের কাগজ না থাকার কারনে দখলে নিতে পারিনি।উক্ত জমি নিয়ে দীর্ঘদিন ফ্যাসাদ চলছে । তারা সীমানা বেড়া দিচ্ছে। তাই আমরা বাঁধা দিতে গেলে আমাদের বাঁধা দিলে সংঘর্ষ হয়। বর্তমানে আহত লোকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এনিয়ে গ্রামের মেম্বর আব্দুর রশিদ জানায় , সাবদুল হক একজন গরীব নিরীহ মানুষ। শরিকানা জমিটুকুু সাবদুলের বোনের জমি। বোন দিলে তারপর আব্দুল বা সাবুপক্ষ পাবে নচেৎ নয়। সংঘর্ষে অন্যায় করে লোকটিকে রক্তাক্ত জখম করা হয়েছে ।এর বিচার হওয়া উচিৎ।  এব্যাপারে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, পীরতলা গ্রামের উভয় পক্ষ থেকে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পীরতলা ক্যাম্পে পুলিশ পাঠিয়েছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!