গাংনীতে দুই ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে সড়কে মাটি ফেলে জনসাধারনের চলাচল বিঘœ করার অপরাধে দুই ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর ১২ টায় পুড়াপাড়া ও মুন্দা তেরাইল এলাকায় দুটি ইটভাটায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান,গাংনী-মেহেরপুর সড়কের পুড়াপাড়া নামক স্থানে ইটভাটার মাটি রাস্তায় পড়ে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার বানারুল ইসলাম নামের এক ইটভাটা ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই অপরাধে তেরাইল-মুন্দা এলাকায় আশরাফুল ইসলাম নামের এক ইটভাটা ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে উপজেলার সকল ইটভাটা মালিককে রাস্তার মাটি না ফেলতে এবং সব সময় রাস্তা পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানানো হয়। কোন ভাবেই রাস্তায় মাটি ফেলে জনসাধারনের চলাচল বিঘ্ন সুৃষ্টি করা যাবেনা বলে জানিয়েছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!