গাংনীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে হামলা ॥ সাংবাদিক সহ আহত ১০

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম ঃ

মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় সাংবাদিক এম এ লিংকন সহ অন্তত ১০জন আহত হয়েছে। সোমবার সকাল ১০টায় গাংনী বাজারে বিএনপির কার্যালয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠান চলাকালিন এ হামলার ঘটনা ঘটে। হামলার সাথে আওয়ামীলীগ ও ছাত্রলীগ জড়িত বলে দাবি করেছে বিএনপি। মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: জাভেদ মাসুদ মিল্টন বলেন,পুলিশের অনুমতি নিয়ে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। দোয়া মাহফিল শুরু হওয়ার সাথে সাথে পৌর আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। ইটপাটকেলের আঘাতে অন্তত ১০জন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী আহত হয়েছে বলে তিনি দাবি করেন। এ সময় আলোচনা সভা ও দোয়া মাহফিল পন্ড হয়ে যায়। তিনি আরো বলেন,নির্যাতন হামলা মামলা করে বিএনপির নেতা কর্মী কন্ঠ রোধ করা যাবেনা। তাই জনগনের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে আওয়ামীলীগের প্রতি আহবান জানান তিনি।  মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুনতাছির জামান মৃদুল বলেন,ছাত্রলীগ নেতা কর্মীদের কাছে সংবাদ ছিলো বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি নাশকতা করবে এমন সংবাদে ছাত্রলীগ নেতাকর্মীরা বাজারে অবস্থান নেয়। হামলার বিষয়ে তিনি মন্তব্য করেননি। গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু বলেন,ছাত্রলীগ যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির দোয়া ও আলোচনা সভা পন্ড করার জন্যই আওয়ামীগ ও ছাত্রলীগ আমাদের দলীয় কার্যালয়ে হামলা করেছে। জেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল বলেন,বিএনপির দোয়া মাহফিলকেও আওয়ামীলীগ ভয় পাচ্ছে। একারণে দোয়া মাহফিল অনুষ্ঠানেও হামলা করা হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি করেছে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্ট। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, প্রাথমিক পর্যায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও দ্রত পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে গাংনী বাজারে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!