গাংনীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা। আহত ৩। দোকান ভাঙচুর লুটপাট। অভিযুক্তদের পক্ষে তদবির

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে শহিদুল ইসলাম নামের এক দোকানদারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় টাকা খুচরাকে কেন্দ্র করে গাংনী বাজারে জাকির স্টোরে এ ঘটনা ঘটে। শহিদুল কে বাঁচাতে আসলে তার শাশুড়ি সহ দুজনকেই কুপিয়েছে আহত করা হয়েছে। আহত শহীদুল ইসলাম জানান, গাংনী পৌরসভা ৭ নং ওয়ার্ড ভিটা পাড়ার মৃত খোকনের ছেলে বাদল হোসেন একটি পান নিয়ে ১শত টাকার নোট দেয়। টাকা ভাংতি নেই জানালে বাদল তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।এ ঘটনার পর বাদল তার ছোটভাই প্রিন্সকে ডেকে আনার পর আমার উপর চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। দোকান মালিক জাকির হোসেন জানান, চাইনিজ কুড়ালের আঘাতে শহিদুল ইসলাম মারাত্মক আহত হয়। শহিদুল কে বাঁচাতে আসলে আমার মা খোদেজা খাতুন ও বোন রাবেয়া খাতুনকে মারপিট করা হয়। ভাংচুরের পর লুটপাট করা হয় দোকানের প্রায় ৬০ হাজার টাকা। স্থানীয়রা জানান,বাদল প্রিন্স হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া করলে একটি পালসার মোটরসাইকেল রেখে তারা পালিয়ে যায়। গাংনী থানার ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাদল ও তার ভাই তার প্রিন্সকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হচ্ছে। এখ নপর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নী। অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে। গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, হামলা ভাঙচুর লুটপাট ও মারপিটের ঘটনা দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এদিকে ঘটনাটি সমঝোতা করতে তৎপর হয়ে উঠেছে একটি পক্ষ। প্রকাশ্য বাজারের উপর হামলা,লুটপাট ও কুপিয়ে আহত করা হলেও একটি গোষ্ঠি অভিযুক্তদের পক্ষ নেওয়ায় গাংনীতে সমালোচনা শুরু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!