গাংনীতে মুক্তিযোদ্ধার স্ত্রীকে লাঞ্চিত ও কুটক্তি করার অভিযোগ পল্লী বিদ্যুৎ কর্মকর্তার বিরুদ্ধে

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

গাংনীতে বীরমুক্তিযোদ্ধার স্ত্রীকে লাঞ্চিত ও কুটক্তি করার অভিযোগ উঠেছে মেহেরপুরের বামুন্দী পল্লী বিদ্যুৎ সমিতি সাবেক সহকারী জেনারেল ম্যানেজার মোতাচ্ছিম বিল্লাহর বিরুদ্ধে। গত ১৩ জানুয়ারী দুপুরে গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনীর স্ত্রী মোমেনা খাতুনকে তার বাড়িতে গিয়ে লাঞ্চিত ও তার ছেলে জাহাঙ্গীর আলম লিটনের নামে মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় মোতাচ্ছিম বিল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মোমেনা খাতুন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনীর স্ত্রী মমেনা খাতুন অভিযোগ করে বলেন,আমার জরাজীর্ন ঘর ভেঙ্গে নতুন ঘর নির্মান কাজ শুরু হয়। নির্মানাধীন ঘরের পার্শে একটি বৈদ্যতিক পোল ও একটি গাছ রয়েছে। ঘর নির্মানের জন্য গাছটি কাটতে গেলে বিদ্যুতের তারের সাথে গাছের পাতা জড়িয়ে আগুন ধরে যায়। একারনে কিছু সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ রাখার জন্য আমার ছেলে বামুন্দী পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে যোগাযোগ করে। বিদ্যুৎ বন্ধ করা নিয়ে তার ছেলে সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে সহকারী জেনারেল ম্যানেজার মোতাচ্ছিম বিল্লাহ। এ ঘটনায় উল্টো আমার ছেলে বিরুদ্ধে একটি মামলা করে। মামলা হওয়ার পর পরই ক্ষোভের কারনে আমার স্বামীর নামের মিটার খুলে নিতে আসেন সহকারী জেনারেল ম্যানেজার মোতাচ্ছিম বিল্লাহ সহ তার কর্মীরা। এসময় মিটার খুলে নেওয়ার কারন জানতে চাইলে আমাকে লাঞ্চিক করে এবং আমি বীর মুক্তিযোদ্ধার স্ত্রী পরিচয় দেওয়ার পরপরই মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি কুটক্তি করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনীর স্ত্রী মমেনা খাতুন আরো অভিযোগ করে বলেন, লাঞ্চনা ও কুটক্তির বিচার পাওয়ার জন্য তিনি সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি করেন। বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে লাঞ্চনা ও কুটক্তির বিষয়ে বামুন্দী পল্লী বিদ্যুৎ সমিতি সাবেক সহকারী জেনারেল ম্যানেজার মোতাচ্ছিম বিল্লাহ বলেন,বিদ্যুৎ বন্ধ করা নিয়ে বীরমুক্তিযোদ্ধা মৃত আব্দুল গনীর ছেলে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম লিটন আমাকে মারধর করে। একারনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। এরপর মিটারটি অরক্ষিত ছিলো একারনে খুলে আনা হয়েছে। কোন লাঞ্চিত বা কুটক্তিকরা হয়নি। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী বলেন,একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে লাঞ্চিত ও কুটক্তি করে থাকলে অবশ্যই অভিযুক্তের বিরুদ্ধে যে কোন পদক্ষেপ নেয়া হবে। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার নুর মোহাম্মদ বলেন, মিটার খুলে আনার সময় পুলিশ,স্থানীয় লোকজন ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা ছিলো। সেখানে লাঞ্চিত বা কুটক্তির কোন ঘটনা ঘটেছে বলে মনে হয়না। যেহেতু ঐ ঘটনায় একটি মামলা হয়েছে প্রতিহিংসার কারনে অভিযোগ করছে হয়তো। যেহেতু একটা অপ্রিকর ঘটনা ঘটেছে সে কারনে বামুন্দী পল্লী বিদ্যুৎ সমিতি সহকারী জেনারেল ম্যানেজার মোতাচ্ছিম বিল্লাহকে মুজিবনগরে বদলী করা হয়েছে। বর্তমান কমান্ডারের দায়িত্বে থাকা গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, লিখিত কোন অভিযোগ এখন পর্যন্ত আমার হাতে আসেনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে লাঞ্চনা ও কুটক্তির বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!