গাংনীতে হেলথ ক্যাম্প ট্রাভেলস উদ্বোধন

কর্তৃক farukgangni

গাংনী নিউজটোয়েন্টিফোর ডটকম :

ভারতে চিকিৎসা ও ভ্রমনের সকল আয়োজন নিয়ে পূর্নাঙ্গরুপে মেহেরপুরের গাংনীতে হেলথ ক্যাম্প ট্রাভেলস উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় গাংনী শহরের কাথুলী মোড়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। এসময় সাবেক চেয়ারম্যন আব্দুর রাজ্জাক,ফুলকুড়ি অধ্যক্ষ সিরাজুল ইসলাম,গাংনী সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু,বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন হেলথ ক্যাম্প ট্রাভেলস স্বধিকারী তরিকুল ইসলাম তপু তিনি বলেন,আগামি এপ্রিল মাস থেকে ভারতের গেদে সিমান্তে হেলথ ক্যাম্পের নিজস্ব সেবা কেন্দ্র খোলা হবে। এ ছাড়া গাংনী কাথুলী মোড় কৃষি ব্যাংকের নীচে সেবা কেন্দ্র থাকছে। এ সেবাকেন্দ্রে ভারতের ডাক্তার,চিকিৎসা প্যাকেজ,বিভিন্ন হাসপাতালের বিল,অনলাইন মেডিসিন,হোটেল বুকিং,ভারতীয় ট্রেনের টিকিট,বিমানের টিকিট,ভারতীয় ট্যুর প্যাকেজ,ভারতীয় সিমকার্ড,ভিসা ও বাংলাদেশী ই পাসপোর্ট সহ বিভিন্ন সেবা পাওয়া যাবে। ২৪ ঘন্টা যে কোন প্রয়োজনে ০১৩০৮-৯০২২৪০ মোবাইল নম্বরে কিংবা সরাসরি যোগাযোগ করা যাবে। গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক বলেন,তরিকুল ইসলাম তপু বেশ কয়েক বছর যাবৎ ভারতে গিয়ে যারা চিকিৎসা সেবা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন তাদের সেবা দিয়েছেন। এছাড়া ডাক্তারের সিরিয়াল সহ বিভিন্ন সেবা পেয়ে এলাকাবাসি অনেক উপকৃত হয়েছে। এছাড়া এই হেলথ ক্যাম্পের মাধ্যমে আমরা ভবিষ্যতে বিড়ম্বনা থেকে মুক্তি পাবো। তিনি এই হেলথ ক্যাম্পে ও স্বত্তাধিকারী তপুর জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!