গাংনীর কাজীপুর ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার ঘটনায় মুচলেকায় মুক্তি পেলেন আওয়ামীলীগ কর্মী

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

সরকারী ভাবে বিতরণকৃত শীতবস্ত্র (কম্বল) লুটপাটে ব্যর্থ হয়ে ইউনিয়ন সচিবকে লাঞ্ছিত ,চেয়ারম্যানের কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর ও ভবনের সকল কক্ষে তালা লাগানোর ঘটনায় আটক আওয়ামীলীগ কর্মী আলাইহিমকে মুচলেকায় মুক্তি দেয়া হয়েছে। বুধবার বিকালে ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্যদের মুচলেকায় তাকে মুক্তি দেয়া হয়। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,কাজিপুর ইউপির সদস্যরা ও ইউপি সচিবের অভিযোগের প্রেক্ষিতে বেতবাড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে আওয়ামীলীগ কর্মী আলাইহিমকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্যদের মুচলেকায় তাকে মুক্তি দেয়া হয়। কাজিপুর ইউপি সদস্যরা ও ইউপি সচিব জানান, সম্প্রতি গরীব, অসচ্ছল, অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য চলতি মৌসুমে সরকারীভাবে প্রত্যেক ইউপিতে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়েছে। ইতোমধ্যে কাজীপুর ইউপির স্টোররুমে কম্বল সংরক্ষণ কর হয়েছে। মঙ্গলবার ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের উপস্থিতিতে কম্বল বন্টনের সিদ্ধান্ত ছিল। কিন্তু সকালে বেতবাড়ীয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে আলাইহিম, হকার ছেলে রাজু, ফজলের ছেলে ছমির আলী, কিফারতের ছেলে ইমারুল, ইয়ার আলীর ছেলে তরিক,ময়নালের ছেলে বাচ্চু,পীরতলার জালালের ছেলে জাহাঙ্গীর, নওদাপাড়ার ফজুর ছেলে হাফিজুর রহমান, কালুর ছেলে আকবর, কাজীপুর গ্রামের তৌকির মোল্লার ছেলে আবু মোল্লা, ইমেদ মেলেটারীসহ ২৫ /৩০ জন দুর্বৃত্ত পরিষদ ভবনে প্রবেশ করে সচিবের কাছে কম্বল দাবি করে তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করে। এসময় দায়িত্বরত চৌকিদার দফাদাররা প্রতিরোধ গড়ে তুললে তাদের উপর চড়াও হয় এবং একপর্যায়ে দুর্বৃত্তরা চেয়ারম্যানের অফিস ভাংচুর করে। পরে স্টোররুমসহ সবকয়টি কক্ষে তালা লাগিয়ে দেয় এবং অফিস পুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার পর সরকারী কাজে বাঁধা প্রদানের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করা হয়। পীরতলা পুলিশ ক্যাম্পের এএসআই আহমেদ আলী জানান, আমি সঙ্গীয় ফোর্স নিয়ে এসে তাদেরকে শান্তি-শৃংখলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার পরামর্শ দিয়ে চলে যাওয়ার পরে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। ইউপি চেয়ারম্যান রাহাতুল্লাহ জানান, আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকায় কিছুটা পরে পরিষদে এসেছি। এসে দেখি, আমার কার্যালয়ের সকল আসবাবপত্র লন্ডভন্ড,ভাংচুর করে রেখে কক্ষে তালা লাগিয়েছে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!