গাংনীর চোখতোলা সড়ক এখন মরণ ফাঁদ। বছর জুড়ে চলে দায়সারা সংস্কার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

গাংনী-কুষ্টিয়া প্রধান সড়কের চোখতোলা নামক স্থান এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। মাত্র ১শ’ মিটার রাস্তার জন্য জন ভোগান্তির শেষ নেই। যানবাহন ঝুকি নিয়ে চলাচল করে থাকে। প্রায়শঃ যাত্রীবাহী বাস, আলমসাধু, ভটভটি, নছিমন, করিমন ও অটো রিক্সা উল্টিয়ে অনেকেউ]ই বিকলাঙ্গ হয়েছেন। সারা বছর ধরে সংস্কারের কাজ চললেও কাজের কাজ কিছুই হয় না। প্রতি নিয়তই ঘটছে দূর্ঘটনা। এসব দেখার বুঝি কেউ নেই ! মেহেরপুর জেলার নির্বাহী প্রকৌশলী বছরের বেশী সময় ধরে দায়সারা সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকার অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র চোখতোলা মাঠের ১ শ’ মিটার রাস্তা সংস্কার করতে সড়ক ও জনপথ বিভাগের গাড়ী, সংস্কারের নিম্নমানের উপকরণ , ইট ,বালি ,পাথর , পিচ, বিটুমিন বরাদ্দ রাখেন। লোক দেখানো সংস্কার করে বছরে বিপুল পরিমান টাকা পকেটস্থ করছেন। এনিয়ে জোড়পুকুরিয়া গ্রামের মেম্বর শাহাবুদ্দীন জানান, বর্ষা কালে রাস্তাটুকু চলাচলের অযোগ্য হয়ে যায়। রাস্তা দেবে যাওয়ায় যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। নামমাত্র ইটবালি ফেলে কাজ করলেও স্থায়ী কোন সমাধান হয় না। আমরা লক্ষ করে থাকি , সারা বছর ধরে লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে মেরামতের কাজ হয়। অথচ রাস্তা চলার উপযোগী হয় না। আমরা বার বার উপজেলা ও জেলা প্রশাসনকে এমনকি নির্বাহী প্রকৌশলীকে জানিয়েও কোন প্রতিকার মিলছে না। এব্যাপারে মেহেরপুরের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) শওকত আহমেদ জানান, চোখতোলা নামক স্থানে আমরা প্রায় ১ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য টেন্ডার আহবান করেছি। এখন পর্যন্ত মাত্র ১ টি দরপত্র পড়ায় আমরা কাজ শুরু করতে পারছি না। তারপরেও আমরা বিভাগীয় ভাবে রৈাকজন দিয়ে আপাতত রাস্তাটি সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অল্প দিনের মধ্যে কাজ শুরু করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!