গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামের বিরুদ্ধে কাউন্সিলরদের বিস্তর অভিযোগ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করেছে ক্ষুদ্ধ ৫ জন কাউন্সিলর। রবিবার দুপুর ১২ টায় গাংনী পৌরসভা কার্যালয়ে এ মাসিক সভা না হওয়ায় এ প্রতিবাদ করে ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় গাংনী পৌরসভার দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পৌর কাউন্সিলর নবীর উদ্ধীন বলেন,আজ রবিবার মাসিক সভা ডেকে কাউকে পাওয়া যায়নী। এর আগেই দুবার সভা আহবান করা হলেও অজ্ঞাত কারণে সেই সভা বাতিল করা করেছে। কাউন্সিলর বৃন্দ মাসিক সভায় হাজিরা খাতায় স্বাক্ষর করতে চাইলে অফিসের প্রধান সহকারী আসলাম হোসেন দিতে অপারগতা প্রকাশ করে তার অফিস কক্ষ তালা লাগিয়ে দেয়। তিনি আরো বলেন,গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম নিয়োগ বানিজ্য,টেন্ডার ছাড়াই নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান,সরকারী চাউল খাদিজা আশরাফ ফাউন্ডেশনের নামে বিতরণ সহ নানা অভিযোগ তোলেন। ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বদরুল আলম বুদু বলেন, লুটপাট করে খাওয়ার জন্য নিজের পছন্দের কয়েকজন কাউন্সিলরকে সাথে নিয়ে মেয়র আশরাফুল ইসলাম সিন্ডিকেট তৈরি করেছে। ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বাবুল আক্তার বলেন,মেয়র কৌশল করে আমাদের মাসিক সভায় খাতায় স্বাক্ষর করতে না দিয়ে আমাদের বিরুদ্ধে মন্ত্রনালয়ে অভিযোগ করার পায়তারা করছে। নিজের দূর্নীতি লুটপাট জায়েজ করতেই মেয়র নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আছেল উদ্দীন বলেন,মেয়রের অপকৌশলের হাত থেকে বাঁচতে আমরা ৫জন কাউন্সিলর গাংনী থানায় জিডি করেছি। মেয়র সকল অনিয়মের সিমা ছাড়িয়ে গেছে।সংরক্ষিত আসনের কাউন্সিলর ফিরোজা খাতুন বলেন,৫জন কাউন্সিলর মেয়র আশরাফুলের নানা অনিয়মের প্রতিবাদ করার কারণে আমাদের ৮ মাস যাবৎ সম্মানী ভাতা বন্ধ রেখেছে। অবিলম্বে মেয়রের দূর্নীতি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন,আমি দাপ্তরিক কাজে দ্রত ঢাকায় আসার কারণে মাসিক সভা হয়নী। এটা নোটিসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে মাসিক সভা হবে। এছাড়া অন্য অনিয়মের অভিযোগ গতানুগতিক এগুলোর কোন ভিত্তি নেই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!