গাংনী শিল্পকলা একাডেমির সভাপতি বিষ্ণুপদ পালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

‘সুস্থ সংস্কৃতি চর্চা সমাজ উন্নয়নের হাতিয়ার’এই শ্লোগানকে সামনে রেখে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি বিষ্ণুপদ পাল এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিদায়ী অতিথি বিষ্ণুপদ পাল (ইউএনও)কে উপহার সামগ্রী দিয়ে বিদায় দেয়া হয়। বিদায় অনুষ্ঠানের শুরুতেই শিল্পকলা একাডেমির সভাপতি বিষ্ণুপদ পালের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার ও শিল্পকলা একাডেমির এ্যাডহক কমিটির সদস্য সচিব মিলন কুমার দাশ। শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য ও সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, সহকারী অধ্যাপক রফিকুর রশীদ রিজভী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড,এ কে এম শফিকুল আলম,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন, সহকারী অধ্যাপক আব্দুর রশীদ(অবঃ),প্রভাষক মহিবুর রহমান মিন্টু,প্রভাষক দিলরুবা সুলতানা,প্রভাষক ফজলুল হক সেন্টু,নুরজাহান বেগম,গীতিকার আব্দুল হামিদ, গীতিকার শহিদুল ইসলাম শাওন,আবুল কাশেম অনুরাগী, শফি কামাল পলাশসহ শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ । বিদায় উপলক্ষে শিল্পকলার ওস্তাদ রতন সরকার, প্রশিক্ষক সেলিম রেজার যন্ত্র সহযোগিতায় শিল্পী মাখছুরাতুন লাজ, ফারহানা কানিজ তথাপি, লাবনী সাহা গান পরিবেশন করে।পরে শিল্পকলা একাডেমির সভাপতির পক্ষ থেকে সকল সদস্য ও কলাকুশলীদের মাঝে ক্রেস্ট উপহার দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!