ডেঙ্গুর পর এবার অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়েছে গাংনীতে। আক্রান্ত ৫ শতাধিক

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়েছে। চলতি বছরে এ রোগে নারী শিশু সহ আক্রান্ত হয়েছে ৫ শতাধিক। রোগ প্রতিরোধে তেমন কোন ব্যবস্থাই নেয়নী প্রানী সম্পদ বিভাগ। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে,জানুয়ারী থেকে চলতি মাস পর্যন্ত বিভিন্ন বয়সের অন্তত ৫ শতাধিক নারী পুরুষ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান জানান,বিভিন্ন সময়ে এ্যানথ্রাক্স রুগী এখানে চিকিৎসা সেবা নিয়েছেন। অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদিপশু অবাধে জবাই করে মাংস বিক্রি ও গবাদিপশুর মাংস নাড়াচাড়া ও খেয়ে এ রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান তিনি। তিনি আরো বলেন রুগ্ন পশু জবেহ বন্ধ করা গেলে অ্যানথ্রাক্স রোগ কমে আসবে। অ্যানথ্রাক্স আক্রান্তদের দাবি প্রানী সম্পদ বিভাগের উদাসিনার কারনে প্রতিবছর এ রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। প্রানী সম্পদ বিভাগ কোন নজরদারী কিংবা রোগ প্রতিরোধে পশুর কোন ব্যবস্থা না নেওয়ার কারনে এ রোগ আক্তান্তদের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে ২০১৩ সালে গাংনীকে অ্যানথ্রাক্স জোন হিসেবে চিহ্নিত করেণ জেলা স্বাস্থ্য বিভাগ। এরপরেও স্থায়ী সমাধানে এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। গত কয়েক বছর ধরে প্রতি বছরই গাংনী উপজেলার কাজীপুর, করমদী, হাড়ভাঙ্গা, কল্যাণপুর, বামুন্দী, দেবীপুর, তেরাইলসহ বেশ কয়েকটি গ্রামে এ রোগের বিস্তার হয়। কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ও হাটে অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই করে বিক্রি হচ্ছে। প্রাণিসম্পদ ও স্বাস্থ্য বিভাগের তদারকি না থাকায় অসুস্থ পশু জবাই করা হয়। গবাদি পশু জবাইয়ের আগে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকদের কাছ থেকে সুস্থতার সনদ নেয়ার নিয়ম রয়েছে। স্বাস্থ্য বিভাগের একজন স্যানেটারি ইন্সপেক্টর পরিদর্শন করে সনদের বিষয়টি নিশ্চিত করবেন। অথচ কসাইরা জবাইয়ের আগে পশুর কোনো সনদ নেন না। আবার স্বাস্থ্য বিভাগেরও কেউ পরিদর্শনও করেন না। সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের নীরব ভূমিকা পালনের কারণেই রোগটি প্রতিরোধ হচ্ছে না। এ বিষয়ে কথা বলতে প্রানী সম্পদ অফিসে গেলে ইব্রাহিম নামের এক মটরসাইকেল মেকানিককে পশুর চিকিৎসা দিতে দেখা যায়। একজন পিয়ন বসে আছে। কোন কর্মকর্তাকেই পাওয়া যায়নী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!