পুড়ে ছাই গাংনীর ঢেপা গ্রামের নুরুল দম্পতির সপ্ন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের একটি গ্রাম ঢেপা সেখানে দিনমুজুর নুরুল ইসলাম ছোট পরিবার নিয়ে কুঠিরে প্রতিনিয়ন নতুন নতুন সপ্ন আকায় তাদের জীবন। শনিবার দুপুরে চুলোর আগুনে পুড়ে ছাই হলো নুরুল দম্পতির সেই সপ্নের কুঠির। সপ্নের কুঠির আগুনে পুড়ে যাওয়ায় কঠিন বাস্তবতার মুখে সংসার পরিবার পরিজন নিয়ে জীবন যুদ্ধে এক পরাজিত সৈনিক যিনি পোড়া গন্ধ, কালো ধোঁয়ায় তার জীবনে নেমে এসেছে অন্ধকার। নুরুল ইসলামের পরিবার সূত্র জানায়,শনিবার দুপুরের দিকে চুলোর আগুন বাতাসে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া আগুনে তার বসতবাড়ির সব আসবাবপত্র নগত টাকা সহ খাদ্য খাবার সবই পুড়ে ছাই। অবশিষ্ট বলতে কিছুই নেই। নুরুল ইসলামের স্ত্রী জানান,আমাগো কষ্টের ট্যাকা, রক্ত পানি করা ট্যাকা সব পুইড়া ছাই হইয়া গেল গো। তাঁদের রোজগারের টাকা একটু একটু করে জমিয়ে ৬২ হাজার টাকা রেখেছিলেন ট্রাঙ্কের ভেতর। তিল তিল করে সংসার গোছাইছি। চোখের পলকে সব পুইড়্যা গেল। বর্তমানে দিনমুজুর নুরুল ইসলাম সহায় সম্ভব হারিয়ে সংসার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। অগ্নিকান্ডের খবর পেয়ে অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। তিনি জানান অগ্নিকান্ডে নিঃস্ব হওয়া নুরুল ইসলামকে তাৎক্ষনাক ২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি আলু, ৩ লিটার তেল, ১টি পাঞ্জাবী,শাড়ী,ছোট মেয়ের জন্য ৩ সেট জামা, নগদ ৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থ এই পরিবারে জন্য আরো ১০ হাজার টাকা ও দুর্যোগ সহনীয় ঘর দেওয়ার জন্য জেলা প্রশাসক মহোদয় নির্দেশনা প্রদান করেছেন। দিনমুজুর নুরুল ইসলাম বলেন,ইওনো (ইউএনও) আপা টাকা ও খাবার ও জামা কাপাড় দিছে। আবার ঘরও দিবে বলেছে ঘর পেলে আবার ঘুরে দাঁড়ানোর সপ্ন দেখবেন বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!