ভ্রাম্যমান আদালতে গাংনীর ৫ ব্যবসায়ীর ২০ হাজার টাকা অর্থদন্ড

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে সরকারি নির্দেশ ভঙ্গের অপরাধে ৫ ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা (অর্থদন্ড) আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান উপজেলার বিভিন্ন গ্রামে সরকারী নির্দেশনা না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধে (জরিমানা)অর্থদন্ডে দন্ডিত করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বামুন্দী বাজারের মোখলেচুর রহমানের ছেলে তারিকুর রহমানকে ১০ হাজার, হাড়াভাঙ্গা বাজারের মোবারক হোসেনের ছেলে আজমাইন হোসেনকে ২ হাজার, মতিয়ার রহমানের ছেলে মিজানুরকে ৫ হাজার, কালাচাঁদের ছেলে বকুলকে ১ হাজার ও সাহেবনগর বাজারের আব্দুল মতিনের ছেলে সুমনকে ২ হাজার টাকা জরিমানা (অর্থদন্ড) করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কোন কারন ছাড়াই গণজমায়েত সৃষ্টি করার অভিযোগে তিনজনকে ১শ’টাকা করে জরিমানা (অর্থদন্ড) করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়ানুর রহমান। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন গাংনী থানা পুলিশের একটি বিশেষ টিম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!