মেহেরপুরে ভুয়া এমবিবিএস ডাক্তারের জরিমানা ও ক্লিনিক সিলগালা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুর সদর উপজেলারে আমঝুপি গ্রামে বাজারের ভুয়া এমবিবিএস এম.এ হানানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভূয়া সনদপত্র ও অভিজ্ঞতার সনদ নিয়ে চিকিৎসা প্রতারণা করার দায়ে এ জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার বিকেলে এ অভিযানে তার ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম বলেন, এম. এ হান্নান তার বৈধ কোন কাগজপত্র দেখানে পারেননি। তাই তার রোগী দেখা বা ব্যবস্থাপত্র দেওয়ার কান বৈধতা নেই। আবার উচ্চমাত্রার ওষুধসহ নানা সরাঞ্জম উদ্ধার করা হয়েছে তার চেম্বার থেকে। এম. এ হান্নানকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে তার ক্লিনিক সিলগালা এবং সে আর কোন দিন অবৈধ চিকিৎসা দেবে না বলে মুচলেকা দিয়েছে । ভ্রাম্যমাণ আদালতে সহায়তাকারী মেডিকেল অফিসার সজিব উদ্দীন স্বাধীন বলেন, এম. এ হান্নান একজন একজন ভূয়া ডাক্তার। উনি মানুষের সাথে প্রতারণা করছিলেন। সারা দেশে এরকম ভূয়া এমবিবিএসধারীরা চিকিৎসা দিয়ে আসছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!