গাংনীতে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রাম পুলিশ শ্রী দূর্গা চরণ দাস বাদী হয়ে গাংনী থানায় জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এদিকে ইউপি সদস্য আলী হোসেন কে এই মামলায় আসামী না করায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী গ্রাম পুলিশ শ্রী দূর্গা চরণ দাস। মামলার আসামীরা হলেন, কাষ্টদহ গ্রামের মোমিন আলীর ছেলে মিনা হোসেন,জিনারুল ইসলাম,আবু বক্করের ছেলে লাল্টু,ইউনুছ আলীর ছেলে হাউস,ইয়াকুবের ছেলে ইয়ামিন ও সামছুলের ছেলে লিল্টু। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, গ্রাম পুলিশ শ্রী দূর্গা চরণ দাস বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলা নং ১৪ তাং ১৯-০৯-১৯ ইং। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,এ মামলার কয়েকজন আসামীর বিরুদ্ধে হত্যা,চাঁদাবাজি,অপহরন,বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রাম পুলিশ শ্রী দূর্গা চরণ দাস বলেন, ইউপি সদস্য আলী হোসেন সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ করলেও মুল আসামী ইউপি সদস্য আলী হোসে কে বাদ দিয়ে অন্য ৬ জনের বিরুদ্ধে কিভাবে মামলা হলো তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইউপি সদস্য আলী হোসেনকে কেন কিভাবে পুলিশ বাদ দিলো আমি কিছুই জানিনা। তবে ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে। উল্লেখ্য : গতবুধবার ষোলটাকা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের (বানিয়াপুকুর-কাষ্টদহ) সদস্য মো: আলী হোসেন ঘটনার রাতে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ির পার্শে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে এবং ৭ হাজার টাকা ও ২টা মোবাইল ফোন কেড়ে নেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!